চিন্ময় দাসের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সাবেক মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন ইস্যুতে চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন আপিল বিভাগ। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর আগে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অনীক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান। আদেশের পর ফরিদ উদ্দিন খান জানান, হাইকোর্ট জামিনের যে আদেশ দিয়েছিলেন তা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করেছেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা পর্যন্ত এ জামিন স্থগিত থাকবে।

এর আগে সকালে জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময় দাসের জামিন মঞ্জুর করে এ রায় দিয়েছিলেন। গত বছরের ৩১শে অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের নামে রাষ্ট্রদ্রোহের অভিযোগে এ মামলা করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ২৫শে অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। ওই সমাবেশের পর গত ৩১শে অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এতে চিন্ময় কৃষ্ণ দাস ছাড়াও আরও ১৮ জনকে আসামি করা হয়। পরবর্তীতে একই বছরের ২২শে নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় ২৫শে নভেম্বর তাকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকেই কারাগারে আছেন চিন্ময়।

গত ২রা জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবী। গত ৪ঠা ফেব্রুয়ারি মামলায় জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়েছিলেন। আবেদনকারী চিন্ময় দাসকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে রুল জারি করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আইন-বিচার নিয়ে আরও পড়ুন

দুদক তাকে জিজ্ঞাবাদের জন্য ১০ দিনের আবেদন করে। আদালত দুইপক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন

২ মিনিট আগে

আগামী অক্টোবরের মাঝামাঝি সময় থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু হবে। আর এ জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপস ডাউনলোড করে মোবাইলে ভোটার নিবন্ধন করতে হবে। তবে অ্যাপস তৈরি করা হলেও এখনো ট্রায়াল করা হয়নি। শিগগিরই আলোর মুখ দেখবে ইসির এই উদ্যোগ

৪২ মিনিট আগে

২০২৪ সালের জুলাইয়ে ছাত্রদের আন্দোলন প্রত্যাহারে নিষ্ঠুর নির্যাতন করা হয় । সেই সাথে আন্দোলন প্রত্যাহার করতে এবং এই আন্দোলনে বিএনপি জামায়াত ঢুকে নাশকতা করছে এমন স্বীকারোক্তি আদায়ে নিষ্ঠুর নির্যাতন করে আইনশৃঙ্খলা বাহিনী

১ ঘণ্টা আগে

১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ ও জেরা কার্যক্রম চলে। তবে এ মামলায় নাহিদ ইসলামের জবানবন্দির পরই সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম

৪ ঘণ্টা আগে