বাংলাদেশ

সালথায় পাঁচ আওয়ামী লীগ নেতা পদত্যাগ, বিএনপিতে যোগদান

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ৫, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পাঁচ আওয়ামী লীগ নেতা একযোগে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের চেয়ারম্যান বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা লিখিত বক্তব্যে জানান, তাঁরা আর আওয়ামী লীগের সকল পদ-পদবি ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবেন। একই সঙ্গে তাঁরা কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর নেতৃত্বে রাজনীতি করবেন।
পদত্যাগের পেছনের কারণ হিসেবে তাঁরা তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন, রাজনৈতিক বৈষম্য, দলীয় কার্যক্রমে অবহেলা এবং নিরাপত্তাহীনতার বিষয় উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সালথা উপজেলা আওয়ামী লীগের কোনো কর্মকর্তা এখনো মন্তব্য করেননি।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে শিশুশ্রম নিরসনে একটি বিভাগীয় কর্মশালা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজশাহীর ন্যাশনাল অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শ্রম পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করা হয়। তিনি বলেন, “শিশুশ্রম শুধুমাত্র শ্রম আইন লঙ্ঘন নয়, এটি একটি সামাজিক অপরাধ। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি।” বিশেষ অতিথি রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. এ.এন.এম. বজলুর রশীদ বলেন, “শিশুশ্রম নির্মূলে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। শিশুরা শিক্ষায় ফিরলে সমাজ ও রাষ্ট্র দুটোই উপকৃত হবে।” প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানওয়ার জাহান ভূইয়া শিশুশ্রম নিরসনের বিষয়ে বলেন, “শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সরকারের অঙ্গীকার। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম সম্পূর্ণভাবে নির্মূল এবং অন্যান্য খাতে শিশুশ্রম ধীরে ধীরে বন্ধ করতে কার্যকর নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে।” কর্মশালায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পুলিশি ভূমিকা তুলে ধরে বলেন, “শিশুশ্রমের সঙ্গে মানবপাচার, মাদক ও অপরাধ জড়িত থাকার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে শিশুদের উদ্ধার ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করছে।” রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. এম. ফখরুল ইসলাম বলেন, দারিদ্র্য, অভিভাবকদের অজ্ঞতা ও শিক্ষার অভাব শিশুশ্রম বৃদ্ধির মূল কারণ। তিনি সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদারের মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান দাবি করেন। আইএলও বাংলাদেশের জাতীয় পরামর্শক হালিমা আক্তার জাতীয় প্রেক্ষাপটে শিশুশ্রম পরিস্থিতি এবং আইএলও’র সহায়তা তুলে ধরেন। এছাড়া ইউসেপ বাংলাদেশ আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহিনুল ইসলাম শিশুশ্রম নিরসন ও কর্মসংস্থানে সংস্থার ভূমিকা ব্যাখ্যা করেন। কর্মশালায় ভবিষ্যৎ করণীয় ও সমন্বিত উদ্যোগ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিবগণ, ডিআইএফই-এর বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি অংশ নেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য, কর্মশালাটি “টিম ইউরোপ ইনিশিয়েটিভ অন ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়, যা ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে এবং ডেনমার্ক ও সুইডেন দূতাবাসের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।

রাজশাহী জানুয়ারী ৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ী পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকায় শীতবস্ত্র বিতরণ করলো বিজিবি

ছবি: প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে আয়রন ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি: প্রতিনিধি
বেগম খালেদা জিয়ার স্মরণে পঞ্চগড়ে দোয়া মাহফিল

পঞ্চগড় দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ৫৫ বছরের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো সুশাসক বাংলাদেশে আর আসেননি। তিনি বুধবার (৭ জানুয়ারি) রাতে বোদা পৌর শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন। আজাদ আরও বলেন, খালেদা জিয়া দলের উর্ধ্বে উঠে দেশের সাধারণ মানুষের কাছে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। নারীদের শিক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করা ছিল তাঁর লক্ষ্য। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার নির্দেশ দিয়েছেন। দোয়া মাহফিলে বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা চিন্ময়, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, উপজেলা নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক বিএনপি কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আমির খসরু লাবলু জানুয়ারী ৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

ফুয়াদের তিন দিনে ৩৯ লাখ টাকার অনুদান সংগ্রহ

আজিজুর রহমান মুছাব্বির

তেজগাঁওয়ে মুছাব্বীর হত্যা মামলা নথিভুক্ত

ছবি: সংগৃহীত
জাজিরায় বিস্ফোরণে বসতঘর ধ্বংস, যুবক নিহত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভোররাতে শক্তিশালী বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ঘটনাস্থলেই সোহান নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।  পুলিশ জানায়, বিস্ফোরণের পর ঘরটি উড়ে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় এবং আশপাশ থেকে বোমা তৈরির উপকরণ ও রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়েছে।  জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ৮, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ

প্রতীকি ছবি

নালিতাবাড়ীতে ভোগাই নদীতে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু

ছবি:প্রতিনিধি

সুন্দরবনে থেকে উদ্ধারকৃত আহত বাঘটি শংকামুক্ত নয়, খুলনায় চিকিসা চলছে

0 Comments