বরিশাল বেলস্ পার্ক মাঠে রোববার (১১ জানুয়ারি) ‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে গণভোট ২০২৬ এবং সংসদ নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম, রেঞ্জ ডিআইজি গোলাম মোশের্দ, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন ও ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা ভোটারদের কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিশ্চিত করার গুরুত্ব, ইমামদের ভূমিকা ও প্রচার-প্রচারণার কার্যক্রম এবং এবার গণভোটের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।
বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার মধ্যবর্তী মেঘনা নদীতে একটি জেলে ট্রলার ডুবে পাঁচজনের মধ্যে একজন জীবিত বেঁচে ফিরলেও চারজন এখনো নিখোঁজ রয়েছেন। রবিবার দুপুরে ঘটনার প্রত্যক্ষদর্শী জেলে ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে শামিম হোসেন (২৫) জানান, গত ৯ জানুয়ারি রাত আনুমানিক চারটার দিকে পাঁচজন মাছ ধরতে ট্রলারে যান। ট্রলার নোঙর করার পর সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে ট্রলারে বিকট শব্দ ও ধাক্কা লাগলে ট্রলার উল্টে যায় এবং সবাই নদীতে পড়ে যান। শামিম নিজে তীরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ। ধারণা করা হচ্ছে, কোনো লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে। নিখোঁজ জেলেদের মধ্যে আছেন- শাহীন মীর (১৭), আরিফ হোসেন (১৯), শাহীন (১৭) ও নয়ন (১৯)। নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশনের ইনচার্জ মো. এনামুল হক বলেন, উদ্ধার অভিযান শুরু হয়েছে। হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদারও নিখোঁজদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে নলডাঙ্গা ইউনিয়নের বাবু মিয়ার বাড়ি থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়। নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা মাটির নিচে গোলাকার ধাতব বস্তু দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি হ্যান্ড গ্রেনেড হিসেবে শনাক্ত করে এবং যৌথ বাহিনীকে অবহিত করে। যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড দুটি উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে ছিল। উদ্ধারকৃত গ্রেনেডগুলো বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।
ঝিনাইদহে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪০ জন নারী খেলোয়াড় ও সংগঠককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিজম কুমার সরকার, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবর্ধিতদের মধ্যে জাতীয় নারী ক্রিকেট দলে ডাক পাওয়া জোয়ারিয়া ফেরদৌস জয়িতা, হকি দলের রিয়া আক্তার, জাতীয় কাবাডি চ্যাম্পিয়ন, আন্তঃজেলা বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতার রানার্সআপ এবং অনুর্ধ্ব-২৩ ভলিবল খেলোয়াড়রা রয়েছেন। বক্তারা নারী খেলোয়াড়দের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড় ও সংগঠকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।