জাতীয়

মনোনয়নপত্রে প্রকাশ

মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছেন শামা ওবায়েদ

Icon
নিজস্ব প্রতিবেদক, প্রতিবেদক, নিখাদ খবর.কম
জানুয়ারী ৪, ২০২৬ 0

ফরিদপুর–২ (সালথা–নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা থেকে তাঁর নাগরিকত্ব, আয় ও সম্পদের হালনাগাদ তথ্য উঠে এসেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া নথি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে গত ২০ নভেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন।

হলফনামায় শামা ওবায়েদ নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। তিনি অ্যালিউর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন। তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ২১ লাখ ৮৯ হাজার টাকা, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ৮ লাখ টাকা কম। আয় আসে মূলত ভাড়া, চাকরি, বিনিয়োগের মুনাফা ও সম্মানী ভাতা থেকে।

নথি অনুযায়ী, গত সাত বছরে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে অস্থাবর সম্পদের মূল্য দেখানো হয়েছে ৩ কোটি ৬২ লাখ টাকা, যেখানে নগদ অর্থ, ব্যাংক আমানত, শেয়ার বিনিয়োগ ও একটি জিপ গাড়ি রয়েছে। অন্যদিকে স্থাবর সম্পত্তির পরিমাণ কিছুটা কমে বর্তমানে ৬ কোটি ৯৩ লাখ টাকা দেখানো হয়েছে, যার মধ্যে বনানীর একটি ফ্ল্যাট ও উত্তরাধিকারসূত্রে পাওয়া অকৃষিজমি রয়েছে।

হলফনামা বিশ্লেষণে আরও দেখা যায়, ২০১৮ সালে থাকা ব্যাংক ঋণের কোনো তথ্য এবার আর উল্লেখ করা হয়নি। পাশাপাশি সোনার পরিমাণও ৬০ তোলা থেকে কমে ৫০ তোলা দেখানো হয়েছে। এসব তথ্য নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা পর্যালোচনায় উঠে এসেছে।

ফয়েজ আহমদ তৈয়্যব
শুল্ক কমলেও এনইআইআর কার্যক্রম বন্ধ নয়: ফয়েজ তৈয়্যব

এনইআইআর কার্যক্রম ঘিরে সৃষ্ট অস্থিরতার মধ্যেও সরকারের অবস্থান স্পষ্ট বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। রোববার (৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মোবাইল ফোন আমদানিতে শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হয়েছে এবং ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে কর ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেট বৈধ করার সুযোগও দেওয়া হয়েছে। তবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বা অবৈধ হ্যান্ডসেট শনাক্তকরণ কার্যক্রম কোনোভাবেই বন্ধ করা হবে না। ফয়েজ তৈয়্যব আরও বলেন, দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে ‘অপরাধের লাইসেন্স’ দাবি করা আইনসম্মত নয়। এ সময় তিনি বিটিআরসি ভবনে সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথাও জানান। বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী ভাঙচুরে সংস্থাটির ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন। একই দিন কয়েক দফা দাবিতে কারওয়ান বাজার মোড়ে আবারও জড়ো হন মোবাইল ফোন ব্যবসায়ীরা। সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে। পুলিশ জানায়, দুপুর ১টা ৩৫ মিনিটের পর থেকে দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনা ও র‍্যাব সদস্যদেরও নামানো হয়। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) জানিয়েছে, এনইআইআর চালুর প্রতিবাদ ও গ্রেপ্তারদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং অনির্দিষ্টকালের জন্য সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, সরকারের ঘোষণানুযায়ী ১ জানুয়ারি থেকে এনইআইআর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, যার আওতায় দেশে ব্যবহৃত সব মোবাইল ফোনের আইএমইআই নম্বর জাতীয় ডাটাবেজে অন্তর্ভুক্ত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ৪, ২০২৬ 0

হবিগঞ্জে ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান জামিনে মুক্ত

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ব্যাপক রদবদল

মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছেন শামা ওবায়েদ

রংপুরে জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইকালে রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) যাচাই-বাছাইয়েনাগরিকত্বসংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। এ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে আটজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন, বিএনপির মোকাররম হোসেন সুজন, ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা (বাবু), জামায়াতে ইসলামীর অধ্যাপক রায়হান সিরাজী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ-মার্কসবাদী) আহসানুল আরেফিন, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান, ইসলামিক ফ্রন্টের আনাস, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আল মামুন এবং বাংলাদেশ খেলাফত মজলিশের মমিনুর রহমান। জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান বলেন, মঞ্জুম আলী হলফনামায় দ্বৈত নাগরিক হিসেবে যুক্তরাজ্যের নাম উল্লেখ করেছেন। বিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এ বিষয়ে জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলী বলেন, আমি অন্য দেশের নাগরিক না। সামান্য ভুলের অজুহাতে মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে। উচ্চ আদালতে আপিল করে এবং ন্যায় বিচার পাবো আশা করছি। অপরদিকে রংপুর-২ আসনে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে সবাই বৈধ হয়েছেন। তারা হলেন- বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল, জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আজিজুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফ আলী।

রংপুর ব্যুরো জানুয়ারী ২, ২০২৬ 0

খালেদা জিয়ার জানাজা ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা

Khaleda

গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার শেষযাত্রা

খালেদা জিয়ার দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

0 Comments