ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও কর্মময় জীবনের স্মৃতি চারণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের প্রার্থী মোঃ জাকির হোসেন বাবলু ও মহানগর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী। অনুষ্ঠানে জেলা ও মহানগর নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আলোচকরা মরহুমার আদর্শ অনুসরণ করে দল ও দেশের জন্য কাজ করার আহ্বান জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশের জোন চেয়ারপার্সন লায়ন কহিনুর বেগম। লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মো. রেজাউল হকের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক লায়ন মো. ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য ক্লাব নেতা ও স্কুলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অসহায় ও দুস্থদের হাতে কম্বল তুলে দেন। এদিন সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকার চার শতাধিক মানুষ উপকৃত হন।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালি বাজারে অনুমোদনবিহীনভাবে অনলাইন থেকে ক্রয়কৃত ভেজাল ডিএপি সার বিক্রির দায়ে খুচরা সার ডিলার আবু সালেহকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১০ জানুয়ারি) নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ডিলারের দোকান থেকে অনলাইনে কেনা ১০ বস্তা ভেজাল সার জব্দ করে এবং তা বিনষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অনলাইনে সার ক্রয় ও বিক্রয় আইনত অনুমোদিত নয় এবং এ ধরনের কর্মকাণ্ড কৃষি ও কৃষকদের জন্য ক্ষতিকর। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিনের নেতৃত্বে অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী কৃষি কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় ভেজাল ও অনুমোদনবিহীন সার ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আগামী ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে। শনিবার (১০ জানুয়ারি) বোদা সরকারি অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় গ্রাম পুলিশদের গণভোটের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এবং এর সম্ভাব্য সুফল ও কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয়, যাতে তারা নিজ নিজ এলাকায় জনগণকে বিষয়টি জানাতে পারেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, গণভোটের মাধ্যমে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে জনগণের সরাসরি মতামত গ্রহণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি ও বিরোধী দলের যৌথ অংশগ্রহণ, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ, সংসদীয় কমিটিতে নির্বাচিত সভাপতি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং উচ্চকক্ষ গঠনের মতো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে। তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট সেবা বন্ধ না করা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা সীমিত করা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠাও গণভোটের গুরুত্বপূর্ণ লক্ষ্য। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আল্লাহ হোসেন ও বোদা থানার এক পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।