রাজনীতি

১১ দলের সংবাদ সম্মেলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীতে বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে হওয়ার কথা থাকা ১১ দলীয় নির্বাচনী জোটের সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার জোট সমন্বয়ক হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ে অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়নি। নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে। এর আগে বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় জোটের চূড়ান্ত আসনবণ্টন তালিকা প্রকাশের কথা ছিল বলে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান জানিয়েছিলেন।

রাজনীতি

আরও দেখুন
ছবি: সংগৃহীত
১০ দলের ইসলামী আন্দোলন বাদ, চূড়ান্ত সিদ্ধান্ত অনিশ্চিত

১০ দলের শীর্ষ নেতাদের বৈঠকে আসন সমঝোতা চূড়ান্ত করতে বসলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেয়নি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণ করেন জামায়াত, এনসিপি, খেলাফত মজলিস, এবি পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি প্রমুখ। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান, তারা বৈঠকের আগে সকাল ১০টায় বিষয়টি জানতে পেরেছিলেন, তাই প্রস্তুতি নিতে পারেননি। বৈঠক সূত্রে জানা গেছে, আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা থাকলেও ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের সম্পর্ক এখনও আলোচনার অধীনে। দুই দলই সমঝোতার দরজা খোলা রেখেছে, আলাদা হয়ে যাওয়ার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। জামায়াতের আমির শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলনের নেতৃত্ব একই সাথে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে সমঝোতা সংক্রান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছেন। এই বৈঠক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জোটের চূড়ান্ত আসন বণ্টন নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ১৫, ২০২৬ 0
মো. খায়রুল হাসান

জামায়াত প্রার্থী খায়রুল হাসানের আধুনিক কালীগঞ্জ গড়ার অঙ্গিকার

ছবি: সংগৃহীত

১১ দলের সংবাদ সম্মেলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

শাহজাহান চৌধুরী

জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে শোকজ

মো. শফিকুল ইসলাম মাসুদ
শেরপুর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অগ্রাহ্য করে নির্বাচনী তৎপরতা চালানোর অভিযোগে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নির্দেশনা উপেক্ষা করে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করায় তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, শেরপুর-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার বিপরীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, বহিষ্কারের চিঠি কেন্দ্র থেকে পাওয়া গেছে এবং বিষয়টি দলীয়ভাবে প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, মো. শফিকুল ইসলাম মাসুদ অতীতে জেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি ছিলেন এবং সর্বশেষ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।  

শেরপুর প্রতিনিধি> জানুয়ারী ১৩, ২০২৬ 0

সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন মির্জা ফখরুল, আইএসপিআর যা জানালো

জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল করতে বিএনপি প্রার্থীর আপিল

ছবি: প্রতিনিধি

বাহাদুরাবাদ ইউপি জনপ্রতিনিধিদের দলবেঁধে বিএনপিতে যোগদান

ছবি: প্রতিনিধি
নির্বাচনী ট্রেন ট্র্যাকে উঠেছে, তবে চালকের হাতেই ঝুঁকি

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও নির্বাচন বিশ্লেষক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, এখন তা কতটা নিরাপদ হবে তা নির্ভর করছে রাজনীতিবিদদের আচরণের ওপর। সোমবার (১২ জানুয়ারি) বরিশালে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপ শেষে তিনি সাংবাদিকদের জানান, “নির্বাচনি ট্রেন ট্র‍্যাকে উঠে গেছে। শঙ্কা থাকলেও সেটি ট্র‍্যাকচ্যুত করতে পারেন রাজনীতিবিদ ও তাঁদের মনোনীত প্রার্থীরাই। সদাচরণ নিশ্চিত হলে বড় কোনো ঝুঁকি থাকবে না।” ড. বদিউল আলম আরও বলেন,  “রাজনীতিবিদরা যদি উত্তেজনা কমান, সহিংসতায় না জড়ান এবং এমপি হওয়ার জন্য অপকৌশল পরিহার করেন, তাহলে নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।” সংলাপে বরিশাল বিভাগের ছয় জেলার রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা অংশ নেন এবং নির্বাচনকালীন আচরণ, রাজনৈতিক সংস্কৃতি ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে মতামত দেন।  

বরিশাল জানুয়ারী ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

২২ জানুয়ারি মৌলভীবাজারে আসছেন তারেক রহমান

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকারের ব্যর্থতায় অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি: মির্জা ফখরুল

0 Comments