খেলা

ভারতে নিরাপত্তাজনিত ঝুঁকি

বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ২২, ২০২৬

ভারতে নিরাপত্তা ঝুঁকি ও আইসিসির স্থিতিশীল অবস্থানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের টি–টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ স্থগিত থাকছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ভারতের মাটিতে দল পাঠানো হবে না। তিনি বলেন, এটি কোনো অনুমান নয়, নিরাপত্তা ঝুঁকির পেছনে বাস্তব ঘটনার প্রমাণ রয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, দেশের একজন সেরা খেলোয়াড়কে ভারতের উগ্রবাদীদের চাপের মুখে আইপিএল থেকে সরানো হয়েছিল, যা নিরাপত্তা ঝুঁকিকে বাস্তব প্রমাণিত করে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান, বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে চায়, তবে নিরাপত্তা নিশ্চিত হওয়া পর্যন্ত ভারতে যাওয়া হবে না। তিনি বলেন, শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলার প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) আইসিসির বৈঠকে বিসিবিকে ভারতের ভেন্যুতে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একদিন সময় দেওয়া হয়েছিল। তবে আজ ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন, নিরাপত্তার বিষয়টি অগ্রাহ্য করে চূড়ান্তভাবে ভারতের মাটিতে অংশ নেওয়া হবে না।

 

 

বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না

ভারতে নিরাপত্তা ঝুঁকি ও আইসিসির স্থিতিশীল অবস্থানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের টি–টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ স্থগিত থাকছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ভারতের মাটিতে দল পাঠানো হবে না। তিনি বলেন, এটি কোনো অনুমান নয়, নিরাপত্তা ঝুঁকির পেছনে বাস্তব ঘটনার প্রমাণ রয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, দেশের একজন সেরা খেলোয়াড়কে ভারতের উগ্রবাদীদের চাপের মুখে আইপিএল থেকে সরানো হয়েছিল, যা নিরাপত্তা ঝুঁকিকে বাস্তব প্রমাণিত করে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান, বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে চায়, তবে নিরাপত্তা নিশ্চিত হওয়া পর্যন্ত ভারতে যাওয়া হবে না। তিনি বলেন, শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলার প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে। বুধবার (২১ জানুয়ারি) আইসিসির বৈঠকে বিসিবিকে ভারতের ভেন্যুতে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একদিন সময় দেওয়া হয়েছিল। তবে আজ ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন, নিরাপত্তার বিষয়টি অগ্রাহ্য করে চূড়ান্তভাবে ভারতের মাটিতে অংশ নেওয়া হবে না।    

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ২২, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইস্যুতে আইসিসিকে চিঠি, বিসিবির পাশে দাঁড়াল পিসিবি

আইসিসির অ্যান্টি করাপশন এবং নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ

বাংলাদেশের ভিসা না পাওয়ায় আইসিসির ভারতীয় কর্মকর্তা অনুপস্থিত, আসছেন এক প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ক্রিকেটারদের চাপেই বিসিবি অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুলকে বরখাস্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, ক্রিকেটারদের তীব্র প্রতিবাদ ও বয়কট আলটিমেটামের প্রেক্ষিতে অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্থার সর্বোত্তম স্বার্থ বিবেচনায় ও সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাতের ঘটনায় ক্রিকেটার সংগঠন কোয়াব নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তাঁর পদত্যাগের দাবি জানিয়ে বিপিএল ম্যাচ বয়কট করার ঘোষণা দেয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নির্ধারিত সময়ে খেলোয়াড়রা বয়কট কার্যকর করেন এবং বিকেলে সংবাদ সম্মেলনে পদত্যাগের দাবিতে অনড় থাকার কথা পুনর্ব্যক্ত করেন। সংবাদবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নাজমুলের দায়িত্ব স্থগিত রাখার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বে অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ১৫, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

নাজমুলের পদত্যাগে অনড় ক্রিকেটাররা, বিপিএলসহ খেলা বন্ধের শঙ্কা

সেপাক টাকরো খেলায় দেশসেরা সৈয়দপুরের মেয়েরা

ছবি: সংগৃহীত

নিরাপত্তা আশ্বাসে আইসিসি নিশ্চিত করেছে বিসিবি

ছবি: সংগৃহীত
বাংলাদেশ না গেলে ভারতের লোকসান হবে প্রায় ৩০ কোটি রুপি

বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করেছে আইসিসি। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বিসিসিআইয়ের লোকসানের সম্ভাব্য তিনটি উদাহরণ তুলে ধরা হয়েছে। বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার পর সেই জায়গায় অন্য কোনো ম্যাচ দেওয়া হয়নি। এ ক্ষেত্রে বিসিসিআইয়ের লোকসানের পরিমাণ হতে পারে ৭ থেকে ৩০ কোটি । গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনে। প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ড। আর শেষ ম্যাচটি ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে। ইডেনে ৬৩ হাজার আর ওয়াংখেড়েতে ৩৩ হাজার দর্শক বসে খেলা দেখতে পারেন। অর্থাৎ চারটি ম্যাচ মিলিয়ে প্রায় ২ লাখ ২২ হাজার টিকিটের একটা বিশাল বাজার আছে এখানে। টিকিট বিক্রির ওয়েসবাইটে দেখা যাচ্ছে, বাংলাদেশ–ইতালি ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ১০০ রুপি, বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ–ইংল্যান্ড ম্যাচের টিকিট সর্বনিম্ন দাম ৩০০ রুপি এবং বাংলাদেশ–নেপাল টিকিট সর্বনিম্ন ২৫০ রুপি। এই ম্যাচগুলো ভারত থেকে সরে গেলে আয় কমবে বিসিসিআইয়ের।  

নিখাদ খবর ডেস্ক জানুয়ারী ৫, ২০২৬ 0

আইপিএল খেলা সম্প্রচার সাময়িক বন্ধ রাখার নির্দেশ

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা, বাদ পড়ল শান্ত–জাকের

মুস্তাফিজুর রহমান

আইপিএল ২০২৬ থেকে মুস্তাফিজকে বাদ দিলো কেকেআর

0 Comments