বাংলাদেশ

শীতে শ্বাসরোগের ঝুঁকি বেড়েছে, সতর্ক থাকার নির্দেশ

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ৫, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশজুড়ে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শিশু ও বয়স্করা শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভিড় করছে। রাজধানীর মুগদা হাসপাতাল, শিশু হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও ঢামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, শীতকালে সাধারণ সময়ে যে রোগী সংখ্যা আসে, তা বর্তমানে দ্বিগুণে বেড়ে গেছে।
ঢামেক হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের জানান, জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু শ্বাসতন্ত্র (পালমোনোলজি) বিভাগের অধ্যাপক ডা. প্রবীর কুমার সরকার বলেন, শীতকালে শিশুদের ফ্লু ও নিউমোনিয়ার ঝুঁকি বেড়ে যায়, তাই অভিভাবকদের সতর্ক থাকা জরুরি এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার নিষেধ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে শীতজনিত রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় বসার ও শয্যার অভাব দেখা দিয়েছে। ভারপ্রাপ্ত পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁঞা জানিয়েছেন, অ্যাজমা, নিউমোনিয়া ও ব্রংকাইটিসে আক্রান্ত মধ্যবয়সী ও বৃদ্ধ রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে।
চিকিৎসকরা সতর্ক করেছেন, হঠাৎ তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পারায় শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হচ্ছে। শীতের সময় শিশুরা বিশেষভাবে ঝুঁকিতে থাকায় তাদের গরম রাখা এবং সময়মতো চিকিৎসা নেওয়া অপরিহার্য।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
বেগম খালেদা জিয়ার স্মরণে পঞ্চগড়ে দোয়া মাহফিল

পঞ্চগড় দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ৫৫ বছরের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো সুশাসক বাংলাদেশে আর আসেননি। তিনি বুধবার (৭ জানুয়ারি) রাতে বোদা পৌর শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন। আজাদ আরও বলেন, খালেদা জিয়া দলের উর্ধ্বে উঠে দেশের সাধারণ মানুষের কাছে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। নারীদের শিক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করা ছিল তাঁর লক্ষ্য। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার নির্দেশ দিয়েছেন। দোয়া মাহফিলে বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা চিন্ময়, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, উপজেলা নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক বিএনপি কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আমির খসরু লাবলু জানুয়ারী ৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

ফুয়াদের তিন দিনে ৩৯ লাখ টাকার অনুদান সংগ্রহ

আজিজুর রহমান মুছাব্বির

তেজগাঁওয়ে মুছাব্বীর হত্যা মামলা নথিভুক্ত

ছবি: সংগৃহীত
জাজিরায় বিস্ফোরণে বসতঘর ধ্বংস, যুবক নিহত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভোররাতে শক্তিশালী বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ঘটনাস্থলেই সোহান নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।  পুলিশ জানায়, বিস্ফোরণের পর ঘরটি উড়ে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় এবং আশপাশ থেকে বোমা তৈরির উপকরণ ও রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়েছে।  জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ৮, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ

প্রতীকি ছবি

নালিতাবাড়ীতে ভোগাই নদীতে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু

ছবি:প্রতিনিধি

সুন্দরবনে থেকে উদ্ধারকৃত আহত বাঘটি শংকামুক্ত নয়, খুলনায় চিকিসা চলছে

ছবি: প্রতিনিধি
ময়মনসিংহে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও কর্মময় জীবনের স্মৃতি চারণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের প্রার্থী মোঃ জাকির হোসেন বাবলু ও মহানগর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী। অনুষ্ঠানে জেলা ও মহানগর নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচকরা মরহুমার আদর্শ অনুসরণ করে দল ও দেশের জন্য কাজ করার আহ্বান জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।  

ময়মনসিংহ প্রতিনিধি জানুয়ারী ৭, ২০২৬ 0

পাউবোর বিলম্বের কারণে ১৫ হাজার হেক্টর জমির সেচ সুবিধা অনিশ্চিত

ছবি: প্রতিনিথি

সৈয়দপুরে রোটারী ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচারে খুলনায় মতবিনিময় সভা

0 Comments