বিশ্ব

যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড বাধ্যতামূলক

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন আর্থিক শর্ত যুক্ত করেছে মার্কিন সরকার। হালনাগাদ ‘ভিসা বন্ড’ নীতির আওতায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় নির্দিষ্ট পরিস্থিতিতে এখন থেকে মার্কিন ভিসা পেতে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত জমা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, সাম্প্রতিক পর্যালোচনার পর ভিসা বন্ড তালিকায় বাংলাদেশসহ মোট ৩৮টি দেশ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের অস্থায়ী নন-ইমিগ্র্যান্ট ভিসা, বিশেষ করে ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) আবেদনের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন বিবেচনায় ভিসা বন্ড আরোপ করতে পারবেন।
নির্দেশনা অনুযায়ী, আবেদনকারী সব শর্ত পূরণ করলেও সাক্ষাৎকার ও ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার জামানত নির্ধারণ করা হতে পারে। এই অর্থ যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জমা দিতে হবে এবং লিখিত নির্দেশনা ছাড়া কোনো অর্থ পরিশোধ না করার জন্য আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, ভিসা বন্ড একটি পরীক্ষামূলক উদ্যোগ, যার উদ্দেশ্য ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান বা ‘ওভারস্টে’ প্রবণতা কমানো। নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে বা ভ্রমণ সম্পন্ন না হলে জামানতের অর্থ ফেরতযোগ্য থাকবে। তবে ভিসার শর্ত ভঙ্গ, অতিরিক্ত অবস্থান বা ভিসা স্ট্যাটাস পরিবর্তনের চেষ্টা করা হলে ওই অর্থ বাজেয়াপ্ত হবে।
বিশ্লেষকদের মতে, নতুন এই নীতির ফলে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণ আরও ব্যয়বহুল ও প্রক্রিয়াগতভাবে কঠিন হয়ে উঠতে পারে, বিশেষ করে পর্যটন ও স্বল্পমেয়াদি ব্যবসায়িক সফরের ক্ষেত্রে।

ছবি: সংগৃহীত
ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বাড়ানোর সম্ভাবনা

রাশিয়ার তেল আমদানি চালিয়ে যেসব দেশ পুতিনের যুদ্ধ অর্থায়নে সহায়তা করছে, তাদের শাস্তি দিতে ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের একটি প্রস্তাবিত বিলের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি শিগগিরই কংগ্রেসে পেশ হতে যাচ্ছে। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মতে, ভারতের মতো দেশগুলো এই শুল্কের লক্ষ্য হবে। ইতিমধ্যে ট্রাম্প প্রশাসন ভারতের রাশিয়ান তেল আমদানিতে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার ফলে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক হার ৫০ শতাংশে পৌঁছেছে। বিলে মার্কিন প্রশাসনকে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপের ক্ষমতা দেয়া হয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের অর্থায়ন বন্ধ করা। ডেমোক্র্যাটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল এবং গ্রাহাম একযোগে এই বিল প্রণয়ন করেছেন।  

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ৮, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

ইরানে ১১ দিনে বিক্ষোভে নিহত ৩৪ জন, সহিংসতায় উত্তেজনা বাড়ছে

ছবি: সংগৃহীত

খামেনিকে লক্ষ্য করে ট্রাম্প প্রশাসনের ‘চরম পদক্ষেপের’ হুঁশিয়ারি

ছবি: প্রতিনিধি

সিডনিতে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা সভা

ছবি: প্রতিনিধি
সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) শারজাহর একটি হলে বিএনপির আল সাজ্জা ইউনিটের উদ্যোগে দিনব্যাপী কোরআন খতম, মিলাদ ও স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল সাজ্জা ইউনিট বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জসিম উদ্দিন। সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএই বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এনাম হোসেন এবং প্রধান বক্তা ছিলেন শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ করিমুল হক। বক্তারা বলেন, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতা। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবককে হারিয়েছে। গণতন্ত্রের সংকটকালে তাঁর নেতৃত্ব ও সাহসী ভূমিকা জাতির জন্য দিকনির্দেশক হয়ে থাকবে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম। এতে আল সাজ্জা ইউনিট ও শারজাহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।      

এম এনাম হোসেন, ইউএই জানুয়ারী ৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড বাধ্যতামূলক

মারিয়া কোরিনা মাচাদো

মাদুরো–পরবর্তী ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র করতে চান মাচাদো

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
কলম্বিয়া ও কিউবাকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনার পর লাতিন আমেরিকা ঘিরে নতুন করে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৪ জানুয়ারি) রাতে ‘এয়ারফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়া ও কিউবার সরকারকে উদ্দেশ্য করে কঠোর মন্তব্য করেন। তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সরাসরি আক্রমণ করে অভিযোগ করেন, দেশটি থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচার হচ্ছে এবং বর্তমান সরকার বেশিদিন টিকবে না। কলম্বিয়ায় ভেনেজুয়েলার মতো সামরিক অভিযানের সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, বিষয়টি ‘শুনতে খারাপ নয়’। কিউবা প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটি অর্থনৈতিকভাবে পতনের পথে এবং সরাসরি সামরিক হস্তক্ষেপ ছাড়াই বর্তমান সরকার ভেঙে পড়তে পারে। তার দাবি, ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বাড়ায় কিউবার জ্বালানি ও অর্থনৈতিক সহায়তার পথ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করে নিউইয়র্কে নেওয়া হয়। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে ফেডারেল আদালতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এসব ঘটনার পর ট্রাম্পের বক্তব্য লাতিন আমেরিকায় নতুন করে ভূ-রাজনৈতিক উদ্বেগ তৈরি করেছে।    

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ৭, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের ‘পার্প ওয়াক’ ভিডিও ও মার্কিন হামলায় কাঁপল ভেনেজুয়েলা

ছবি: সংগৃহীত

মার্কিন সেনাদের হাতে গ্রেফতার মাদুরো, বিচার হতে পারে যুক্তরাষ্ট্রে

0 Comments