সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে ৪২০ পিস ইয়াবা, ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা অবৈধ ইয়াবা বিক্রির অর্থ, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান বুধবার (১৪ জানুয়ারি) ভোরে শহরের পলাশপোল এলাকায় পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন ইয়াসিন আরাফাত (২৫), রাকিব হোসেন (২০) ও মুরাদ হোসেন (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর এক প্রেস নোটে জানানো হয়েছে, ইয়াসিন আরাফাত সাতক্ষীরার কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতরা জব্দকৃত লাঠি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে জেলায় বিভিন্ন ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা করছিল।
সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে ৪২০ পিস ইয়াবা, ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা অবৈধ ইয়াবা বিক্রির অর্থ, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান বুধবার (১৪ জানুয়ারি) ভোরে শহরের পলাশপোল এলাকায় পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন ইয়াসিন আরাফাত (২৫), রাকিব হোসেন (২০) ও মুরাদ হোসেন (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এক প্রেস নোটে জানানো হয়েছে, ইয়াসিন আরাফাত সাতক্ষীরার কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতরা জব্দকৃত লাঠি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে জেলায় বিভিন্ন ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা করছিল।
সুন্দরবনের কয়রা উপজেলার ঘোলের খাল এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কাগাদোবেকির একটি দল কয়রা থানাধীন সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় শিকারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংস ও শিকারের ফাঁদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাশেদ বিকুল ওরফে পিকুল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কদমতলা বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একাধিক গুলির শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রাশেদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রূপসা থানার ওসি (তদন্ত) মো. সবুর জানান, কয়েকজন দুর্বৃত্ত পিকুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলি লাগার কারণে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করেছে। নিহতের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ থাকলেও হত্যার সঠিক কারণ এবং মূল হোতারা এখনও শনাক্ত করা যায়নি। ঘটনার পর বাগমারা ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশি উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে।