নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর এলাকায় শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় ব্যবসায়ী হাজী সিরাজ মিয়ার বাসভবনে প্রবেশ করে ১৫ থেকে ২০ জনের মুখোশধারী ডাকাত দল নগদ প্রায় সাত লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
ডাকাতদের বাধা দেওয়ার সময় গৃহকর্তার ছেলে সাইফুল ইসলাম মারধর হয় এবং গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। আড়াইহাজার থানার পুলিশ ঘটনার পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। মামলার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে গ্রেফতার করেছে। অভিযানকালে তার কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। জাহিদুল ইসলাম পাবনা সদর উপজেলার কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত বাচ্চু সরদারের ছেলে। সে অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পান্ডে হত্যার ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি। পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার নাজমুন্নাহারের বিল্ডিংয়ের চতুর্থ তলায় অভিযান চালিয়ে জাহিদকে গ্রেফতার করে। অভিযানের সময় উদ্ধার করা হয়েছে: • দুই নলা ওয়ান শুটার গান ও একটি এক নলা ওয়ান শুটার গান • একটি ১২ বোর কার্তুজ • ধারালো তলোয়ার ও চাইনিজ কুড়াল • .২২ বোর রিভলভারের চেম্বার • তিনটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার, দুইটি লোহার স্প্রিং • ইলেকট্রিক ড্রিল ও হ্যাকসো ব্লেড ওসি রাশেদুল ইসলাম বলেন, গ্রেফতার জাহিদকে অস্ত্র আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাংবাদিক ও খণ্ডকালীন শিক্ষক আনিসুর রহমান আলমগীরকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। দুদকের অনুসন্ধানে দেখা গেছে, আনিসুর রহমানের নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার সম্পদ রয়েছে, যেখানে বৈধ আয়ের উৎস থেকে অর্জিত মোট আয় মাত্র ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। এর ফলে প্রায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকা সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত হিসেবে চিহ্নিত হয়েছে। মামলাটি দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা অনুযায়ী দায়ের করা হয়েছে। আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক এবং বৈশাখী টিভির সাংবাদিক ও আরটিভির চিফ নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বরিশালে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নগরীর বগুড়া রোড, ভাটিখানা মৃধাবাড়ি ও নথুল্লাবাদ গনি ভবনসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক কিশোর। আটকরা হলেন ভোলার চরনোয়াবাদ এলাকার শাওন ফরাজী, বাকেরগঞ্জ উপজেলার আলী আকন, বরিশাল সদর উপজেলার তানভীর রেদওয়ান এবং আগৈলঝাড়া উপজেলার আলভি ইসলাম সাইফ। ডিবি পুলিশের এসআই মোহাম্মদ ফিরোজ আলম জানান, বগুড়া রোড এলাকায় ফুচকার দোকানে ১০০ টাকার জাল নোট ব্যবহার করতে গেলে শাওন ফরাজী ও আলী আকন ধরা পড়ে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ ও ৫০০ টাকার মোট ৫৩ হাজার ৮০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার, প্রিন্টারসহ তিনটি ডিভাইস জব্দ করা হয়েছে। পুলিশ বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।