আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এ বিএনপি সমর্থিত এমপি প্রার্থীদের সার্বিক সহায়তা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন কে-চেয়ারম্যান, মোঃ জয়নাল আবেদীন চৌধুরী রবিন কে- সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে আব্দুল মালেককে- প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া উক্ত টিমের প্রধান করা হয় লেখক আসাদ পারভেজকে। শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম- এর কেন্দ্রীয় আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ও সদস্য সচিব এ্যাড. কে এম কামরুজ্জামান নান্নু এ কমিটি অনুমোদন করেন। কমিটির অন্যান্যরা হলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন নওশাদ, শান্তা সিকদার, গোলাম মঈন উদ্দিন, মো আবদুল মান্নান, সদস্য অহিদুর রহমান, বদিউল আলম (অপু), মোহাম্মদ মিল্টন, মোঃ বাবুল, মোহাম্মদ ইয়াছিন। এতে বলা হয় উক্ত টিম আগামী ৩ কর্মদিবসের মধ্যেই থানা জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করবেন। প্রয়োজনে বিভাগীয় কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করা যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম'র সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধানের শীষ তথা বিএনপির সমর্থিত প্রার্থীকে বিজয়ের জন্য সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশ প্রদান করেছেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং সদস্য সচিব এড. কে এম, কামরুজ্জামান নান্নু।
এর আগে গত ১৩ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম- এর কেন্দ্রীয় আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্দেশনায় এ্যাড. কে এম কামরুজ্জামান নান্নুকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কে এম আই মন্টিকে প্রধান সমন্বয়ক করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়।
উল্লেখ্য, গত বছরের ১৯ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান(বর্তমান চেয়ারম্যান) তারেক রহমান-এর অনুমতিক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক জনাব তারেক রহমানকে(চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল)১ নং সদস্য, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আহ্বায়ক, এ্যাড. কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব ও ড. কে এম আই মন্টিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ (আংশিক) ১০১ সদস্য বিশিস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। উক্ত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে ৬৬ নং সদস্য মহিউদ্দিন এবং ৮৯ নং সদস্য মোঃ জয়নাল আবেদীন চৌধুরী রবিন দুইজনই চট্টগ্রাম এর সন্তান।
সাতক্ষীরা কালিগঞ্জে নলতা আহছানিয়া মিশন এতিমখানায় সরকারি তহবিলের অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর সংখ্যা দেখিয়ে বরাদ্দকৃত অর্থ উত্তোলন করা হলেও বাস্তবে এতিমখানায় শিক্ষার্থী নেই। সরেজমিনে গেলে দেখা গেছে, ভবনের দরজা তালাবদ্ধ, ভিতরে মাত্র ৫–৭ জন ছেলে খেলছে। শিক্ষকের উপস্থিতি নেই। খাওয়ার জন্য ছোট পরিমাণ মাছ ও কাঁচা মালামাল কেনা হয়েছে, যা কয়েকজনের জন্য যথেষ্ট। পাশের অন্য ভবনেও কোনো শিশু পাওয়া যায়নি। উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে ৬২ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর নামে ৭ লাখ ৪৪ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। বাকি বরাদ্দের টাকা আসার অপেক্ষা আছে। সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, তিনি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন সভাপতি মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, তারা সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন এবং অচিরেই বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেবেন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে সরকারি তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে তৎপরতা বৃদ্ধির দাবি করা হচ্ছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ভোলার সাত উপজেলায় বিপুলসংখ্যক বাংলাদেশ নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর সদস্যরা চরাঞ্চল, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে টহল দিচ্ছেন। যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয়ে তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে। প্রশাসন সূত্র জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভয়ভীতি রোধে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপত্তা জোরদারের ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা মনে করেন, ভোটের দিন কেন্দ্রে নির্বিঘ্নে অংশ নেওয়া সম্ভব হবে। প্রশাসন জানিয়েছে, নির্বাচন পর্যন্ত নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কঠোর নিরাপত্তার মাধ্যমে ভোলায় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোট আশা করা যাচ্ছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গণভোটে ‘হ্যাঁ’ সূচক ভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে নীলফামারীতে শোভাযাত্রায় অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেলুন উড়িয়ে তিনি গণভোট প্রচারণা শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপদেষ্টা। শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর আগে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “দেশের মানুষ ভোট দিতে চায়। তাই সবাইকে মিলে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে। কোনো অনিয়মের চেষ্টা হলে প্রশাসন, সরকার ও জনগণকে একসঙ্গে প্রতিরোধ করতে হবে।” তিনি আরও জানান, উত্তরাঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রকল্পের প্রয়োজনীয় নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে এবং অর্থায়ন নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে। বর্তমানে চীনের একটি বিশেষজ্ঞ দল প্রকল্পটি যাচাই করছে। তাদের সম্মতি পেলেই কাজ শুরু হবে। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র এগিয়ে নিতে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অত্যন্ত জরুরি। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।