বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় সিএন্ডবি রোডস্থ মৎস্য ভবনের হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় কমিটি ও নির্বাচন কমিশন গঠনের বিষয়েও আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পন্ডিত। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেক হোসেন, বিজিবি ট্রাইবুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল এ্যাড. এম হেলাল উদ্দিন, বরিশাল জজ কোর্টে অতিরিক্ত পিপি এ্যাড. মোঃ হুমায়ুন কবির, বরিশাল জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ রুস্তুম মল্লিক, জাতীয় মৎস্যজীবী সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব আলহাজ্ব ইকবাল হোসেন ও চাঁদপুর ফিসিং বোর্ড মালিক সমিতির সভাপতি মোঃ শাহ আলম মল্লিক।
সভায় কেন্দ্রীয় কমিটির কার্যক্রম, সদস্য নির্বাচনের প্রক্রিয়া ও মৎস্যজীবীদের স্বার্থ সংরক্ষণ বিষয়ক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
অর্থ পাচারের অভিযোগে চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পের ব্যবসায়ী শওকত আলী চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয়, সম্পদ ও আর্থিক লেনদেনসংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহে গুলশান থানায় চিঠি পাঠানো হয়েছে। সিআইডি সূত্র জানায়, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার আওতায় জারি করা নোটিশে শওকত আলী চৌধুরী, তাঁর স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের দেশি-বিদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, গত এক দশকের বিদেশ ভ্রমণের বিবরণ, আয়কর নথি, দেশে-বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য, বিভিন্ন কোম্পানিতে মালিকানা ও শেয়ারহোল্ডিংয়ের হিসাব এবং বিদেশে বিনিয়োগ বা সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সরকারের অনুমোদনসংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়েছে। সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের জারি করা নোটিশ অনুযায়ী, পাঁচ কার্যদিবসের মধ্যে এসব নথি সংগ্রহ করে মালিবাগ কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, একই অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে দুর্নীতি দমন কমিশন (দুদক) শওকত আলী চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। অভিযোগ রয়েছে, জাহাজভাঙা ব্যবসার আড়ালে ব্যাংক হিসাব ও ঋণপত্র ব্যবহার করে বিদেশে অর্থ পাচার করা হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় সিএন্ডবি রোডস্থ মৎস্য ভবনের হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটি ও নির্বাচন কমিশন গঠনের বিষয়েও আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পন্ডিত। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেক হোসেন, বিজিবি ট্রাইবুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল এ্যাড. এম হেলাল উদ্দিন, বরিশাল জজ কোর্টে অতিরিক্ত পিপি এ্যাড. মোঃ হুমায়ুন কবির, বরিশাল জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ রুস্তুম মল্লিক, জাতীয় মৎস্যজীবী সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব আলহাজ্ব ইকবাল হোসেন ও চাঁদপুর ফিসিং বোর্ড মালিক সমিতির সভাপতি মোঃ শাহ আলম মল্লিক। সভায় কেন্দ্রীয় কমিটির কার্যক্রম, সদস্য নির্বাচনের প্রক্রিয়া ও মৎস্যজীবীদের স্বার্থ সংরক্ষণ বিষয়ক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
রাজশাহীতে বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় বিএনপি জেলা ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বেগম জিয়াকে উদ্দীপ্ত নক্ষত্র হিসেবে আখ্যায়িত করে তার রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, “বেগম জিয়া জনগণের মুর্ত প্রতিক। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি আপোসহীন নেতৃত্ব দিয়েছেন। তাঁর রেখে যাওয়া দল আগামীতেও দেশের কল্যাণে কাজ করবে।” মিনু তরুণদের উদ্দেশে বলেন, “বঙ্গবন্ধু ও শহীদ জিয়াউর রহমানের পথ অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের জন্য কাজ করে যাবে।” সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর বিভিন্ন সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপি ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও অন্যান্য নেতাকর্মী। সভাপতিত্ব করেন রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেজর জেনারেল শরিফ উদ্দিন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত, অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ অনেকে। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং তার জীবনী ও রাজনৈতিক অবদানের আলোকে ভবিষ্যতে দলের কাজে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।