অপরাধ

আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে বিচার শুরু

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ১৯, ২০২৬

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল সোমবার (১৯ জানুয়ারি) আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার মামলায় চিন্ময় দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। আদালতে হাজির ছিলেন নিহতের বাবা জামাল উদ্দিন এবং আরও ২৩ হাজতি আসামি।
সরকারি কৌঁসুলি এস ইউ এম নুরুল ইসলাম জানিয়েছেন, আগামী ধার্য দিনে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। মামলার শুনানিতে আসামি চিন্ময়কে নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন করা হয়, যা রাষ্ট্রপক্ষ আপত্তি জানায়।

 


 

মামলায় বলা হয়েছে, ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ও সনাতনী জাগরণ জোটের সঙ্গে যুক্ত চিন্ময় দাসের নির্দেশনায় প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে আইনজীবী আলিফকে হত্যা করা হয়। ঘটনার সময় আরও কয়েকজন লাঠি, কিরিচ ও অন্যান্য অস্ত্র ব্যবহার করেন।
পুলিশ তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে, যা ২৫ আগস্ট গ্রহণ করা হয়। মামলায় নিহতের বাবা বাদী, এ ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ককটেল বিস্ফোরণসহ আরও পাঁচটি মামলা যুক্ত আছে।

ছবি: প্রতিনিধি
বরিশালের মেঘনায় গলাকাটা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মেঘনা নদী থেকে গলাকাটা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হিজলা নৌ পুলিশের ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় হিজলা থানা পুলিশের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় ও বয়স এখনও শনাক্ত হয়নি। তবে ঘটনাস্থল থেকে একটি জেলে নৌকা জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বরিশাল জানুয়ারী ১৯, ২০২৬ 0

আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে বিচার শুরু

জাকির হোসেন

কালীগঞ্জে এলজিইডি প্রকৌশলীর এক জিডিতে ১০ লাখ টাকা হজম!

ছবি: প্রতিনিধি

শেরপুরে পারিবারিক কলহের জেরে বাবার হাতে কন্যা নিহত

ছবি: সংগৃহীত
নোয়াখালীতে গণপিটুনিতে নিহত এক ব্যক্তি, ঘটনার পর বাজারে মিষ্টি বিতরণ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় প্রকাশ্যে সংঘটিত এক সহিংস ঘটনায় মিজানুর রহমান ওরফে রনি (৩৫) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে কয়েকজন যুবক বাজার এলাকায় মিষ্টি বিতরণ করেন বলে অভিযোগ ওঠে। পুলিশ জানায়, নিহত মিজানুর রহমান কবিরহাট পৌরসভার জৈনদপুর এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, অস্ত্র ও সরকারি কর্মচারীর ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে তিনি একটি রাজনৈতিক বৈঠকে উপস্থিত হয়ে বাকবিতণ্ডায় জড়ান। পরে সেখান থেকে চলে গেলে অল্প সময়ের মধ্যে তাকে আটক করে লাঠি ও লোহার পাইপ দিয়ে মারধর করা হয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি, লোহার পাইপ এবং নিহতের দেহ তল্লাশি করে একটি খেলনা পিস্তল ও একটি ছুরি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ না পেলেও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি> জানুয়ারী ১৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বোয়ালখালীতে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

ছবি: প্রতিনিধি

‘কিলার জাহিদ’ গ্রেফতার

ছবি: সংগৃহীত

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

তানোরে যৌথ বাহিনীর অভিযানে ১শ' ১৫ বোতল ফেন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ

রাজশাহীর তানোরে যৌথ বাহিনীর অভিযানে ১শ' ১৫ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিলসহ একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করেছে তানোর থনা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।  শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তানোর উপজেলার দেবিপুর মোড়স্থ তালন্দ ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট চলাকালে এ ঘটনা ঘটে। তানোরে দায়িত্বরত সেনা সদস্যসহ তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাস্তা দিয়ে আসা নীল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চেকপোস্ট দেখে ফেলে রেখে চালক পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ভেতর থেকে ১শ' ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।  পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

রাজশাহী জানুয়ারী ১৬, ২০২৬ 0

ঢাকা-টাঙ্গাইল বাসে কলেজছাত্রীকে রাতভর ধর্ষণ, ৩ গ্রেফতার

আনিসুর রহমান আলমগীর

সাংবাদিক আনিসের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদের অভিযোগে দুদকের মামলা

ছবি: সংগৃহীত

শিবচরে ঘুমন্ত গৃহবধুকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

0 Comments