অপরাধ

জঙ্গল সলিমপুরে অশান্তির জন্য দায়ী ইয়াসিন ও রোকন

Icon
বিশেষ প্রতিনিধি>
প্রকাশঃ জানুয়ারী ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা ‘জঙ্গল সলিমপুর’ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ রয়েছে, সন্ত্রাসী ইয়াসিন ও যুবদল নেতা রোকন উদ্দিনের নেতৃত্বে একাধিক সশস্ত্র ও প্রশিক্ষিত গ্রুপ প্রায় চার দশক ধরে এ এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
পাহাড় কেটে জমি সমতল করে প্লট আকারে বিক্রি, বিদ্যুৎ ও পানির লাইন নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা অবৈধ কর্মকাণ্ডের কারণে এলাকাটি কার্যত একটি ‘নিষিদ্ধ ভূখণ্ডে’ পরিণত হয়েছে। এখানে রাষ্ট্রীয় আইন নয়, সন্ত্রাসী গোষ্ঠীর নিজস্ব বিধিই কার্যকর বলে অভিযোগ স্থানীয়দের।


৫ আগস্টের পর থেকে জঙ্গল সলিমপুরের একক নিয়ন্ত্রণ নিতে যুবদল নেতা রোকন উদ্দিন সক্রিয় হয়েছেন বলে জানা গেছে। এলাকাটির পূর্বে হাটহাজারী ও দক্ষিণে বায়েজিদ থানা অবস্থিত। প্রবেশপথে লোহার গেট ও পাহাড়ের ঢালে ঢালে পাহারার ব্যবস্থা রয়েছে। পরিচয় ছাড়া বহিরাগতদের প্রবেশ কার্যত নিষিদ্ধ।


চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে, এশিয়ান উইমেন ইউনিভার্সিটির বিপরীতে লিংক রোডের উত্তর পাশে অবস্থিত এ এলাকা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হলেও অপরাধ কাঠামোয় অত্যন্ত সংগঠিত।
জেলা প্রশাসনের হিসাবে, প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি খাসজমি নিয়ে বিস্তৃত এ এলাকার বাজারমূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা। এই জমির দখল ও বাণিজ্য ঘিরেই ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত অন্তত ১২টি বড় সংঘর্ষ ঘটে, যাতে উভয় পক্ষের অন্তত ১৩ জন নিহত এবং ২৭ থেকে ৩৫ জন আহত হন।
সর্বশেষ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জঙ্গল সলিমপুরে অভিযানকালে র‍্যাব সদস্যদের ওপর হামলায় মোতালেব হোসেন ভূঁইয়া নামে এক র‍্যাব কর্মকর্তা নিহত এবং অন্তত তিনজন আহত হন। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে জঙ্গল সলিমপুরকে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে এনে সেখানে শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

ছবি: প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে এক কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানটি বুধবার (২১ জানুয়ারি) সকালে দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকায় পরিচালনা করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, তল্লাশির সময় ৩২ হাজার টাকা মূল্যের গাঁজা জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তি আটক করা হয়। মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক পাচার ও অবৈধ কার্যক্রম রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  

বাগেরহাট জানুয়ারী ২১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

জঙ্গল সলিমপুরে অশান্তির জন্য দায়ী ইয়াসিন ও রোকন

ছবি: প্রতিনিধি

লাগামহীনভাবে চুরি হচ্ছে রেলের বিদ্যুৎ

ছবি: প্রতিনিধি

বরিশালে জাল টাকা চক্রের আরও এক কিশোর আটক

প্লাস্টিক কারখানায় অভিযান : নিষিদ্ধ পলিথিন জব্দ

বরিশালের বানারীপাড়া পৌর শহরে একটি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়েছে।  পরিবেশ অধিদফতরের বরিশাল কার্যালয়ের কর্মকর্তারা গোপন তথ্যের ভিত্তিতে বানারীপাড়া উপজেলা প্রশাসনের সহায়তায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা বারোটার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করে অভিযানে অংশ নেওয়া বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জিএমএ মুনীব জানান, সোমবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে বানারীপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান গলি সড়ক সংলগ্ন খালপাড় এলাকায় অবস্থিত মেসার্স জাবের প্লাস্টিক অ্যান্ড প্যাকেজিং কারখানায় এ অভিযান চালানো হয়।  অভিযানে কারখানা থেকে পলিথিন তৈরির প্রায় তিন হাজার কেজি কাঁচামাল (পিপিই দানা) এবং ৭২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত কাঁচামাল ও নিষিদ্ধ পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা। তবে অভিযানকালে কারখানার কোনো কর্মকর্তা-কর্মচারীকে আটক করা সম্ভব হয়নি। পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুজ্জামান বলেন, নিষিদ্ধ পলিথিন উৎপাদনের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।  জব্দকৃত পলিথিন ও কাঁচামাল পরিবেশ অধিদফতরের বরিশাল জেলা কার্যালয়ে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  কারখানার মালিক মো. জিয়া উদ্দিন জানিয়েছেন-তাদের কারখানায় অনুমোদন অনুযায়ী শুধু প্লাস্টিক পণ্য তৈরি করা হচ্ছিল, তবে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন কারখানায় কিভাবে এসেছে সে বিষয়ে তিনি কোনো সদুত্তর  দিতে পারেননি।

বরিশাল জানুয়ারী ২০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালের মেঘনায় গলাকাটা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে বিচার শুরু

জাকির হোসেন

কালীগঞ্জে এলজিইডি প্রকৌশলীর এক জিডিতে ১০ লাখ টাকা হজম!

ছবি: প্রতিনিধি
শেরপুরে পারিবারিক কলহের জেরে বাবার হাতে কন্যা নিহত

শেরপুরের নকলা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক মর্মান্তিক ঘটনায় বাবার হাতে ছয় বছরের এক কন্যাশিশু নিহত হয়েছে। ঘটনায় একই পরিবারের চার বছরের কন্যাশিশু গুরুতর আহত হয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। রোববার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চর বসন্তী (মধ্যপাড়া) এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মরিয়ম (৬), আহত শিশুর নাম মিম (৪)। স্থানীয়রা আহত মিমকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন। নকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, অভিযুক্ত বাবা বাবু মিয়া পেশায় অটোরিকশা চালক। দীর্ঘদিন ধরে স্ত্রীসহ পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালে তিনি হঠাৎ করেই বড় মেয়েকে গলা টিপে হত্যা করেন এবং ছোট মেয়েকেও হত্যার চেষ্টা করেন, কিন্তু স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বাধা দেন। ওসি জানান, অভিযুক্ত বাবুকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের বিষয়টি জানা গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেরপুর প্রতিনিধি> জানুয়ারী ১৮, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে গণপিটুনিতে নিহত এক ব্যক্তি, ঘটনার পর বাজারে মিষ্টি বিতরণ

ছবি: প্রতিনিধি

বোয়ালখালীতে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

ছবি: প্রতিনিধি

‘কিলার জাহিদ’ গ্রেফতার

0 Comments