বাংলাদেশ

সৈয়দপুরে ২১ বছর হাতের রেখা দেখছেন কমল

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ জানুয়ারী ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

জ্যোতিষী গো জ্যোতিষী, হাত গুইনা কও দেখি, মনে মনে যারে চাই তারে পামু কি, ....বাংলার সিনেমার জনপ্রিয় গান হলেও তারই যেন প্রতিচ্ছবি হয়ে সৈয়দপুরে আজও দীর্ঘ ২১ বছর ধরে হাতের রেখা দেখে মানুষের ভাগ্য নির্ধারণ ও বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে আসছেন জ্যোতিষী শ্রী কমল রায়।

তিনি রেলওয়ে মাঠের পাশে পুবালী স্কাউট বিজ্ঞান ক্লাবের পাশ থেকে শুরু করে রেলবাজার পর্যন্ত তাবু ও রঙিন পাথর দিয়ে স্থাপনা গড়ে বসে থাকেন।
জ্যোতিষী কমল রায় জানান, তিনি যুবক বয়সে গুরু ননী গোপাল ঠাকুর থেকে জ্যোতিষী শাস্ত্রের শিক্ষা নেন। দীর্ঘ বছর ধরে গণক ও আয়ুর্বেদ চিকিৎসার কাজ করে আসছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ মানুষের হাতের রেখা দেখে পরামর্শ দেন, যার বিনিময়ে ২০০ থেকে ৩০০ টাকা আয় করে পরিবারের চারজনের সংসার চালান।
কমল রায় বিভিন্ন সমস্যার সমাধান দিচ্ছেন—বিবাহ-বিচ্ছেদ, প্রেমের ব্যর্থতা, পারিবারিক ঝামেলা, মানসিক অশান্তি, মামলা মোকদ্দমা, ব্যবসায়িক ক্ষতি, সন্তান লাভে বাধা ও দুর্ঘটনার ভয় দূরীকরণ। তিনি বলেন, মানুষের বিশ্বাস থাকলে তারা পুনরায় পরামর্শ নিতে আসে।
হাতের রেখা ও রাশিফলের মাধ্যমে অতীত, বর্তমান ও ভবিষ্যতের শুভাশুভ নির্ণয় করা জ্যোতিষীর প্রধান কাজ। রফিকুল নামের একজন গ্রাহক জানান, তিনি জমি ও পারিবারিক সমস্যা নিয়ে জ্যোতিষীর পরামর্শ নেন।
যুগের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে জ্যোতিষী বা গণকের প্রতি আগের বিশ্বাস কমে গেলেও কমল রায়ের মতো কিছু জ্যোতিষী এখনো ভক্তদের বিশ্বাসে সংসার চালাচ্ছেন। ইতিহাস বলে, অতীতে রাজা-বাদশাহরাও জ্যোতিষীদের ক্ষমতার ভয়ে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেন না। বর্তমানেও এমন কিছু মানুষের বিশ্বাস জ্যোতিষীদের কার্যক্রমকে চলমান রাখছে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
শেরপুরে শতবর্ষী মাছের মেলায় লাখো মানুষের ঢল

পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী শতবর্ষী মাছের মেলা। কুশিয়ারা নদীর তীরে আয়োজিত এই মেলা এখন শুধু বাণিজ্যিক আয়োজন নয়, বরং এ অঞ্চলের মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। সোমবার (১২ জানুয়ারি) রাত থেকে শুরু হয়ে বুধবার (১৪ জানুয়ারি) পর্যন্ত চলা এ মেলা সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর বাজারসংলগ্ন মাঠ ও নদীর পাড়জুড়ে অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয়দের মতে, মেলার ইতিহাস প্রায় একশ বছর হলেও প্রবীণদের অনেকে এর বয়স দেড়শ থেকে দুইশ বছর বলে দাবি করেন।     মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরা বাঘাইড়, বোয়াল, আইড়, চিতল, কাতলা, রুইসহ নানা প্রজাতির বড় দেশি মাছ বিক্রি করছেন। মাছের আকার ও প্রজাতিভেদে দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত। এ বছর একটি বড় বাঘাইড় মাছের দাম হাঁকা হয়েছে এক লাখ টাকা। মাছের পাশাপাশি মেলায় কৃষিপণ্য, পিঠাপুলি, বাঁশ–বেত ও কাঠের সামগ্রী, খেলনা, শীতবস্ত্রসহ নানা লোকজ পণ্যের দোকান বসেছে। প্রতিদিন মৌলভীবাজারসহ আশপাশের জেলা থেকে কয়েক লাখ মানুষ পরিবার-পরিজন নিয়ে মেলায় ভিড় করছেন। মেলার ইজারাদার আব্দুল হামিদ জানান, এ বছর প্রায় ২০টি পাইকারি ও আড়াই শতাধিক খুচরা মাছের দোকান বসেছে। কয়েক কোটি টাকার বেচাকেনার আশা করছেন আয়োজকেরা।   মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হাসান বলেন, প্রশাসনিক তত্ত্বাবধানে মেলার কার্যক্রম নির্বিঘ্ন রাখা হয়েছে। মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবীণদের ভাষ্য অনুযায়ী, একসময় হাওর ও কুশিয়ারা নদীর মাছ বিক্রির মধ্য দিয়ে শুরু হওয়া এই মেলা আজ দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী মাছের মেলায় পরিণত হয়েছে।

মৌলভীবাজার জানুয়ারী ১৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

মোকাররম হোসেন শোকরানা

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোকাররম শোকরানা

ছবি: সংগৃহীত

অ্যাম্বুলেন্স আটকে রাখার অভিযোগে চিকিৎসা বিলম্ব, পথে প্রাণ গেল রোগীর

ছবি: সংগৃহীত
আজাদের সম্পদ কোটি টাকা, স্ত্রীর সম্পদ প্রায় ১৭ কোটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে মোট ১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৭৫০ টাকা। তবে তার স্ত্রীর সম্পদের পরিমাণ ১৬ কোটি ৮২ লাখ ৮৩ হাজার ৭৬৮ টাকার। আজাদের কোনো ব্যক্তিগত গাড়ি বা বাড়ি না থাকলেও২৭ কোটি টাকা ঋণ রয়েছে বলে জানা গেছে। গত সাত বছরে তার স্ত্রী খন্দকার নাঈমা নুসরাতের সম্পদ ও অর্থ বেড়েছে ৮৪১ গুণ। শোধ হয়েছে কোটি টাকার ঋণও। নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে। হলফনামায় তিনি নিজের এবং তার উপর নির্ভরশীল স্ত্রী-সন্তানের আয়, সম্পদ ও ঋণের তথ্য উল্লেখ করেছেন। যাতে বলা হয়েছে, আজাদের তুলনায় বর্তমানে তার স্ত্রী খন্দকার নাঈমা নুসরাতের সম্পদ ১২ গুণেরও বেশি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আড়াইহাজার উপজেলার এই আসনটিতে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন তিনি। বর্তমানে আজাদ বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক।  

নারয়নগঞ্জ প্রতিনিধি> জানুয়ারী ১৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

অবশেষে মনোনয়ন জমা এবি পার্টির বাদশার

ছবি: প্রতিনিধি

রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৫

ছবি: সংগৃহীত

সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধে রাজধানীতে তীব্র যানজট

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে ২১ বছর হাতের রেখা দেখছেন কমল

জ্যোতিষী গো জ্যোতিষী, হাত গুইনা কও দেখি, মনে মনে যারে চাই তারে পামু কি, ....বাংলার সিনেমার জনপ্রিয় গান হলেও তারই যেন প্রতিচ্ছবি হয়ে সৈয়দপুরে আজও দীর্ঘ ২১ বছর ধরে হাতের রেখা দেখে মানুষের ভাগ্য নির্ধারণ ও বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে আসছেন জ্যোতিষী শ্রী কমল রায়। তিনি রেলওয়ে মাঠের পাশে পুবালী স্কাউট বিজ্ঞান ক্লাবের পাশ থেকে শুরু করে রেলবাজার পর্যন্ত তাবু ও রঙিন পাথর দিয়ে স্থাপনা গড়ে বসে থাকেন। জ্যোতিষী কমল রায় জানান, তিনি যুবক বয়সে গুরু ননী গোপাল ঠাকুর থেকে জ্যোতিষী শাস্ত্রের শিক্ষা নেন। দীর্ঘ বছর ধরে গণক ও আয়ুর্বেদ চিকিৎসার কাজ করে আসছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ মানুষের হাতের রেখা দেখে পরামর্শ দেন, যার বিনিময়ে ২০০ থেকে ৩০০ টাকা আয় করে পরিবারের চারজনের সংসার চালান। কমল রায় বিভিন্ন সমস্যার সমাধান দিচ্ছেন—বিবাহ-বিচ্ছেদ, প্রেমের ব্যর্থতা, পারিবারিক ঝামেলা, মানসিক অশান্তি, মামলা মোকদ্দমা, ব্যবসায়িক ক্ষতি, সন্তান লাভে বাধা ও দুর্ঘটনার ভয় দূরীকরণ। তিনি বলেন, মানুষের বিশ্বাস থাকলে তারা পুনরায় পরামর্শ নিতে আসে। হাতের রেখা ও রাশিফলের মাধ্যমে অতীত, বর্তমান ও ভবিষ্যতের শুভাশুভ নির্ণয় করা জ্যোতিষীর প্রধান কাজ। রফিকুল নামের একজন গ্রাহক জানান, তিনি জমি ও পারিবারিক সমস্যা নিয়ে জ্যোতিষীর পরামর্শ নেন। যুগের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে জ্যোতিষী বা গণকের প্রতি আগের বিশ্বাস কমে গেলেও কমল রায়ের মতো কিছু জ্যোতিষী এখনো ভক্তদের বিশ্বাসে সংসার চালাচ্ছেন। ইতিহাস বলে, অতীতে রাজা-বাদশাহরাও জ্যোতিষীদের ক্ষমতার ভয়ে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেন না। বর্তমানেও এমন কিছু মানুষের বিশ্বাস জ্যোতিষীদের কার্যক্রমকে চলমান রাখছে।

সৈয়দপুর, নীলফামারী জানুয়ারী ১৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ভোটের গাড়ির ডিজিটাল স্ক্রিনে প্রচারনা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ, বাজারে বাড়লো দাম

মৃত মোঃ রেজওয়ানুল হক

কুয়েট শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া

0 Comments